Art's Ability YouTube Channel Analytics and Report

Art's Ability YouTube Stats & Analytics Dashboard (Data Updated on 2019-10-16)
Joined YouTube on: 2016-11-12Area: Others  Language: English 
Subscribers Live Sub Count
-- 
Total Views
65.78K  1.5%
Average Video Views
2.7K  1.5%
Total Videos
30 
Channel Tags
Related News
Global Rank
--
Country/Area Rank
--
NoxScore
  0.34 
Published Videos
0  (Recent Month)
Est. Partner Earning
$ 5  (Monthly)
Est. Potential Earnings
$ 1.13  (Each Video)
Art's Ability Views History Data (Recent Year)
Daily
Total
Estimated Audience Age & Gender 
Estimated Audience Geography 
Average interaction of the last 30 uploaded videos
 • Views/Subs
  -- 
 • Likes/Views
  1.45%
 • Comments/Views
  0.18%
 • Dislikes/Views
  0.14%
Views Graph for the Last 30 Videos
Avg.Views2.25K
Most Viewed Video from Art's Ability YouTube Channel
58.35K Views· 2017-12-19 Published Date· 546 Likes· 41 Comments

ভারতের ভৌতিক রেল স্টেশন বেগুনকোদরের রহস্য l ART'S ABILITY l BY TR Shawon অজানা কে জানতে এবং ভয় ও রহস্যকে উদঘাটনের জন্য, আমি আজ এই প্রথম আপনাদের সামনে তুলে ধরছি এক অধ্যায়। আর এসব কিছুই ইন্ট্রানেট থেকে সংগ্রহীত। চলুন তাহলে শুরু করি - ছোট্ট এক স্টেশন। ভারতের পুরুলিয়া জেলায়। অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে। যার নাম বেগুনকোদর! স্বাভাবিক ভাবেই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু, এই স্টেশন মনে শান্তি নয়, নিয়ে আসে ভয়! ভূতের ভয়! যে কারণে পুরুলিয়া জেলার কোটশিলার বেগুনকোদর স্টেশন ফাঁকা পড়ে ছিল একটানা ৪২ বছর ধরে। যদিও একটা সময়ে বেগুনকোদরের এমন অবস্থা ছিল না। বেশ বড়সড় স্টেশন হিসেবে পুরুলিয়ায় যথেষ্ট নাম-ডাক ছিল বেগুনকোদরের। এখানে থামত প্যাসেঞ্জার ট্রেন। ছিল স্টেশন-লাগোয়া কর্মচারীদের কোয়ার্টার। ছিল বাজার-হাটও! একদিন এই ছবিটা আমূল বদলে যায়। শোনা যায়, খুন হন স্টেশনমাস্টার এবং তাঁর স্ত্রী। পরে তাঁদের দেহ উদ্ধার হয় স্টেশনের পাশের বড় এক কুয়ো থেকে। কেন খুন করা হয়েছিল তাঁদের, কে বা কারা ছিল খুনের নেপথ্যে- সে সব আজ আর জানা যায় না। সেই শুরু! তার পর থেকেই ধীরে ধীরে ভৌতিক উপদ্রব গ্রাস করে বেগুনকোদরকে। রাত নামলে হঠাৎ হঠাৎ দেখা যেতে থাকে অদ্ভুত আলো। যত রাত বাড়ে, বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ। শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। তবে শুধুই রাতের অন্ধকারে নয়! দিনের আলোতেও বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে লোকজনের! দিনের বেলাতেও না কি অনেকেই কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন। দেখেছেন চার পাশে তাকিয়ে, কিন্তু কাউকে দেখা যায়নি। অনেক সময়ে আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ! ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন সবাই, কিন্তু কারও দেখা মেলেনি! দুঃখের সাথে বলতে হচ্ছে যে, এই স্টেশনে কোনো আলোরও ব্যবস্থা করা নেই। তার পর থেকেই ধীরে ধীরে পরিত্যক্ত এক স্টেশনে পরিণত হয় জমজমাট বেগুনকোদর। পালিয়ে গেলেন রেলকর্মীরা। বন্ধ হয়ে গেল স্টেশনে ট্রেন থামা। পোড়ো বাড়ির চেহারা নিল বেগুনকোদর। ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত এমনই দশা চলে। তার পর, ২০০৯ সালে ফের শুরু হয় বেগুনকোদরের সেকেন্ড ইনিংস। পুরনো স্টেশন-বাড়িটাকেই রং করে খুলে দেওয়া হয়। শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে! তবে, এই সময়সীমায় বেগুনকোদর স্টেশন চালু করার কথা যে একেবারেই ওঠেনি, এমন কিন্তু নয়! বামফ্রন্টের প্রাক্তন সাংসদ বাসুদেব আচার্য এই রেল স্টেশন চালু করার চেষ্টা করেছিলেন। তাঁর যুক্তি ছিল, ভূতের ভয় বাজে কথা৷ গ্রাম থেকে অনেক দূরের ওই স্টেশনে একটাই ট্রেন চলত৷ সে জন্য কেউ ওখানে কাজ করতে চাইত না৷ তাই এই ভৌতিক উপদ্রবের রটনা! অবশেষে ২০০৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় স্টেশন। তাঁর কথাতেও শোনা গিয়েছিল এই একই যুক্তি। তিনি বলেছিলেন, ”আমি ভূতে বিশ্বাস করি না, এই সবই মানুষের রটানো”! তাহলে এখন ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বেগুনকোদর? এখন কি আর তা পশ্চিমবঙ্গের সব চেয়ে কুখ্যাত ভৌতিক স্টেশন নয়? বাস্তব বলছে, ছবিটা আজও খুব একটা বদলায়নি। দিনের বেলা লোকজন থাকলেও সন্ধে নামার পর স্টেশনের ধারে-কাছে কাউকে দেখা যায় না। বিকেল ৫.৫০-এ রাঁচি-চন্দ্রপুরা-ধানবাদ প্যাসেঞ্জার এসে থামে বেগুনকোদরে! ব্যস, ওই একবারই! এছাড়া আর কোনও ট্রেনের এখানে হল্ট নেই! এমনকী, বেগুনকোদরে নেই কোনও রেলের স্থায়ী কর্মীও! তাহলে কি পুরোটাই রটনা নয়, ঘটনা? জানতে হলে, আর্টস অ্যাবিলিটির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ এখানেই শেষ করছি, বিদায়। Follow me on Facebook: https://www.facebook.com/tr.shaon Facebook Page : https://www.facebook.com/ARTs-Ability-1715965128712041/

Latest Videos from Art's Ability YouTube Channel
NoxInfluencer Team

Hi there! Any question please leave us a message via facebook(recommended) and we'll get back to you soon. Have a nice day ^.^

Questioning via facebook
(recommended)